মোহাম্মদ সাইফুল ইসলাম 
সভাপতি,গভর্নিং বডি 
ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ 
ও 
পুলিশ সুপার, লালমনিরহাট

এফ এম নুর-উন-নবী 
অধ্যক্ষ 
 ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ 
লালমনিরহাট
সর্বশেষ নোটিশ

প্রতিষ্ঠান পরিচিতি

ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ

ঐতিহাসিক সোহরাওয়ার্দী মাঠ, মনোরম উদ্যান, মনোরম শিশুপা র্ক, গৌরবদীপ্ত স্টেডিয়াম, সু-উচ্চ জিমনেসিয়াম দ্বারা পরিবেষ্টিত আর দক্ষিণা বায়ুর পরশে আন্দোলিত নয়নাভিরাম সবুজ মাঠ বুকে ধারণ করে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্রে সদর্পে দাঁড়িয়ে থাকা সুদৃশ্য ভবনে পরিচালিত ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ একটি অনুপম শিক্ষালয়। লালমনিরহাট পুলিশ বাহিনীতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তথা জনপদের অনগ্রসর জনগোষ্ঠীর সন্তান-সন্ততিদের সময়োপযোগী শিক্ষাদানের জন্য 2005 সালে ফাকল পুলিশ লাইন্স স্কুলটি যাত্রা শুরু করেছিল যা 2016 শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণি এবং পরবর্তী বর্ষে দ্বাদশ শ্রেণি সংযোজনের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। এর ধারাবাহিকতায় 2012 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিশেষ সফলতা অর্জন করে। প্রথম বছরেই মাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগে একজন ছাত্র দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখে। নতুন প্রজন্মকে আমরা বাস্তবধর্মী আধুনিক শিক্ষায় সুশিক্ষিত, দেশপ্রেমিক, ধর্মপ্রাণ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, কোমলমতি ছাত্র-ছাত্রীরা শুধু একাডেমিক ক্ষেত্রে পারদর্শী হবে না, তারা মনীষী সক্রেটিস এর ‘KNOWLEDGE IS VIRTUE’ আলোয় আলোকিত হবে।

আজকের বার্তা

ভিজিটর কাউন্টার

website hit counter free